আর্কাইভ থেকে ক্যাম্পাস

অবরোধ প্রত্যাহার করলো ঢাবি শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক

অবরোধ প্রত্যাহার করলো ঢাবি শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক
রাজধানীর চানখারপুলে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জুন) রাত ৯টার দিকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করেন তারা। এরপর যান চলাচল শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, শিক্ষার্থীদের প্রাথমিকভাবে আশ্বস্ত্ব করে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে শিক্ষার্থীদের মারধরের সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে আবারও সড়ক অবরোধ করা হবে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করা গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে। দ্রুতই অভিযুক্তদের শনাক্ত করা হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অমর একুশে হলের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থকদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত হন। এ ঘটনার প্রতিবাদে চানখারপুল হানিফ ফ্লাইওভার সড়ক (বার্ন ইনস্টিটিউটের পাশে) অবরোধ করে রাখেন ঢাবি শিক্ষার্থীরা।  

এ সম্পর্কিত আরও পড়ুন অবরোধ | প্রত্যাহার | করলো | ঢাবি | শিক্ষার্থীরা | যানচলাচল | স্বাভাবিক