আর্কাইভ থেকে ফুটবল

ফিফার বর্ণবাদ বিরোধী কমিটির প্রধান ভিনিসিয়াস

ফিফার বর্ণবাদ বিরোধী কমিটির প্রধান ভিনিসিয়াস
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র গেল মৌসুমে বেশ কয়েকবার বর্ণবাদী আচরণের শিকার হয়ে আলোচনায় আসেন। সবশেষ মে মাসে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হয়েছিলেন এই রিয়াল মাদ্রিদ স্টার, যা নিয়ে ফুটবল দুনিয়া সোচ্চার হয়ে ওঠে। ফিফা থেকে শুরু করে অনেক সাবেক ও বর্তমান ফুটবলার সবাই ভিনির পক্ষ নিয়ে কথা বলে। এবার বর্ণবাদ প্রতিরোধ করতে কমিটি গঠন করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে প্রধান করা হয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে। বৃহস্পতিবার (১৫ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। এ নিয়ে ইনফান্তিনো জানিয়েছেন, “আর কোনো বর্ণবাদ ফুটবলে থাকবে না। এমন কিছু ঘটলে, তখনই ম্যাচ বন্ধ করে দেওয়া দরকার। যথেষ্ট হয়েছে আর নয়।’  

এ সম্পর্কিত আরও পড়ুন ফিফার | বর্ণবাদ | বিরোধী | কমিটির | প্রধান | ভিনিসিয়াস