আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রামে গেলো ২৪ ঘণ্টায় ৯ জন করোনা আক্রান্ত

চট্টগ্রামে গেলো ২৪ ঘণ্টায় ৯ জন করোনা আক্রান্ত

বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বাড়ছে বাংলাদেশেও। চট্টগ্রামে গেলো ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আজ শনিবার (১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতেম বলা হয়, চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। অপর একজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

এর আগে, শুক্রবার (৩১ ডিসেম্বর) জেলায় ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত  ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭২ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | গেলো | ২৪ | ঘণ্টায় | ৯ | জন | করোনা | আক্রান্ত