আর্কাইভ থেকে জাতীয়

ভিসানীতি আমরাও করতে পারি: কাদের

ভিসানীতি আমরাও করতে পারি: কাদের
‘মার্কিন ভিসানীতিতে তারা বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে ভিসানীতি। এই নীতি এখন অন্ধ-বধির হয়ে থাকবে, না বাস্তববাদী হবে আমরা তা দেখবো।’ বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৭ জুন) গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘ভিসানীতি করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসানীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।’ সেতুমন্ত্রী আরও বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। যারা দুর্নীতি, দুঃশাসন করে তারা কোন মুখে এত বেশি কথা বলছে জানি না।’ ‘সরকার থাকতে পারবে না, বিদায় নিতে হবে, এমন কথা ১৪ বছর ধরে শুনে আসছি। এই ১৪ বছরে তাদের (বিএনপি) নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোনো আন্দোলন তারা করতে পারেনি। আর তারা সরকারের বিদায় করবে আন্দোলন করে?’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোলের আহ্বানে জনগণের সম্পৃক্ততায় কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই। অনেক চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি।’ সেতুমন্ত্রী বলেন, ‘সময়ের বিবেচনায় দীর্ঘসূত্রতায় চলে গেছে প্রকল্পটি। হবে কি হবে না এরকম একটা দ্বিধা-সংশয় কাজ করেছে। গাজীপুরে এই সড়কের মতো প্রকল্প আরো গভীরভাবে ভেবেচিন্তে নিলে ভালো হতো। এখানে সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক।’ ‘তবে এখানে আমাদের যে রাস্তা তাতে ভোগান্তি বাড়াবে, দুর্ভোগে পড়বে। যেটা গোটা রাজধানীতে প্রভাব ফেলবে। আমাদের বিকল্প বাংলাদেশে অনেক উন্নয়ন প্রকল্পের রাস্তা করেছি। বিশ্বব্যাংকের সঙ্গে নিরাপদ সড়কের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্প চলছে।’ আওয়ামী লীগের এ নেতা জানান, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ পুরো প্রকল্প সমাপ্ত করে উদ্বোধন হতে পারে। এছাড়া আগামী নির্বাচনের আগে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হবে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত যাবে। কর্ণফুলীর নদীতে বঙ্গবন্ধু টানেলও প্রস্তুত।  

এ সম্পর্কিত আরও পড়ুন ভিসানীতি | আমরাও | করতে | পারি | কাদের