আর্কাইভ থেকে ফুটবল

২০২৪ সালে ব্রাজিলের কোচ হবেন আনচেলত্তি

২০২৪ সালে ব্রাজিলের কোচ হবেন আনচেলত্তি
বর্তমান রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ২০২৪ সালে ব্রাজিলের কোচের দায়িত্ব নিবেন। আগামী বছর জানুয়ারিতে তিনি চুক্তিবদ্ধ হবে ল্যাতিন আমেরিকার দেশটির সাথে। কারণ রিয়াল মাদ্রিদের সাথে তার চুক্তি শেষ হবে জুন মাসে। তার ৬ মাস আগে তিনি অন্য কোন ক্লাব বা দেশের সঙ্গে চুক্তিতে যেতে পারবেন। ব্রাজিল সংবাদমাধ্যম গ্লোবো নিশ্চিত করেছে এ তথ্য। ইতালীয় বংশোদ্ভূত এই কোচ গত চার দশকে পেশাদার ফুটবলের বড় বড় ক্লাবের কোচিং করিয়েছেন। রেগিয়ানা, পারমা, জুভেন্টাস, এসি মিলান এবং তার জন্মস্থান ইতালির নাপোলি, সেইসাথে চেলসি এবং এভারটন, প্যারিস সেন্ট-জার্মেই, বায়ার্ন মিউনিখে কোচিং করিয়েছেন এবং দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচিং করাচ্ছেন। ৬৪ বছর বয়সী আনচেলত্তি ইতালি, ফ্রান্স, স্পেন এবং জার্মানিতে লিগ শিরোপা জিতেছেন, সাতটি ঘরোয়া কাপ এবং এসি মিলান এবং রিয়াল মাদ্রিদে হয়ে মোট চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ২০২৪ | সালে | ব্রাজিলের | কোচ | হবেন | আনচেলত্তি