আর্কাইভ থেকে দেশজুড়ে

চার লাখ কুরবানির পশু নিয়ে প্রস্তুত রাজশাহী

চার লাখ কুরবানির পশু নিয়ে প্রস্তুত রাজশাহী
আসছে ঈদুল আজহা। এর মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজশাহীর পশুরহাটগুলো। কুরবানির জন্য রাজশাহীতে এবার চার লাখ পশু প্রস্তুত। চাহিদার তুলনায় রাজশাহীতে ৭০ হাজারের বেশি কুরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে গবাদি পশুর খাবারের দাম বেশি হওয়ায় বেড়েছে লালন-পালনের খরচ। কুরবানির পশু আমদানির প্রয়োজন নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজশাহী প্রাণিসম্পদ অধিদপ্তার সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত কুরবানিযোগ্য প্রাণীর নিবন্ধন হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৬৪৫টি। এর মধ্যে গরু ও মহিষ রয়েছে ১ লাখ ১৯ হাজার ২৮৬টি। এছাড়া ছাগল রয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৫৯টি। গত বছর জেলায় ৩ লাখ ২৪ হাজার ৯৭৭টি পশু কুরবানি করা হয়। এবারও এই সংখ্যক কুরবানির পশুর চাহিদা রয়েছে। রাজশাহী জেলাতে ছোট-বড় মিলে এবার ১৬ হাজার ৫৪৫টি খামার ও বিভিন্ন বাসা বাড়িতে এসব কুরবানির পশু লালন-পালন করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, রাজশাহীতে চাহিদার তুলনায় কুরবানিযোগ্য পশু বেশি রয়েছে। জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আসন্ন কুরবানির পশুর সঙ্কট হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজশাহীর গবাদি পশুর খাবার বিক্রেতা বাবুল হোসেন গবাদি পশুর খাবারের দাম বেড়েছে। প্রতি মাসে খাবারের দাম বাড়ছে। ভুট্টার আটাপ্রতি কেজি ৩৫ টাকা, চালের গুঁড়া (খুদ) ৪০ থেকে ৪৫ টাকা, অ্যাঙ্কর ভুসি ৬০ টাকা, মসুরের ভুসি ৪৪ টাকা, সরিষার খৈল ৫০ টাকা। এছাড়া ধানের খড় (আউড়) ১২০ থেকে ৩১০ টাকা বোঝা। এ কারণে গরু পালনে খরচ বাড়ছে। রাজশাহীর সবচেয়ে বড় পশুরহাট সিটি হাট। এই হাটের ইজারাদার ফারুক হোসেন ডাবলু বলেন, সিটি পশুরহাট সপ্তাহে রোববার ও বুধবার বসছে। এখনও প্রতিদিন হাট চালু হয়নি। আগামী বুধবার থেকে প্রতিদিন হাট বসবে।  

এ সম্পর্কিত আরও পড়ুন চার | লাখ | কুরবানির | পশু | নিয়ে | প্রস্তুত | রাজশাহী