আর্কাইভ থেকে বিএনপি

বিএনপির লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা: মির্জা ফখরুল

বিএনপির লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা: মির্জা ফখরুল
বিএনপির লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, বিএনপিকে ক্ষমতায় নিতে চাই এ কথাটি মুখ্য নয়, মুখ্য হচ্ছে মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২০ জুন) বিকেলে গুলশানের একটি হোটেল বিএনপি মিডিয়া সেল ১ম বর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জনগণ কখনো ভোট দিতে পারেনি, এবারও পারবে না। এ কারণেই আমরা বারবার নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি করছি। ১৯৭১ সালে যে চেতনা ও আশা নিয়ে যুদ্ধ করেছিলাম, সেখানে মুক্ত গণমাধ্যম অত্যন্ত গূরত্বপূর্ণ ছিল। কিন্তু বর্তমান শাসকগোষ্ঠী জোর করে ক্ষমতায় আসার পরে বেশ কয়েকটা গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, যারা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যে মিডিয়া কথা বলছে তাদেরই টুটি চেপে ধরা হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, সত্য কথা বলার জন্য, সরকার বিরোধী মত প্রকাশ করায় অনেকেই আজ চাকরিচ্যুত হয়ে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন। বিএনপির ৬শ নেতাকর্মীকে গুম ও হত্যা করাসহ ৪০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এসময় গণমাধ্যমের ওপর সরকারের হস্তক্ষেপ, সাইবার সিকিউরিটি মামলা, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা-মামলা এবং সরকারের বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের তথ্যচিত্র প্রকাশ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপির | লক্ষ্য | গণতন্ত্র | পুনঃপ্রতিষ্ঠা | করা | মির্জা | ফখরুল