আর্কাইভ থেকে ফুটবল

রাতে মাঠে নামছে ব্রাজিল, যেভাবে দেখবেন খেলা

রাতে মাঠে নামছে ব্রাজিল, যেভাবে দেখবেন খেলা
বর্ণবাদী বিরোধী প্রচারণার অংশ হিসেবে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকান দেশ গিনির বিপক্ষে ৪-১ ব্যবধানের জয় পেয়েছিল ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের এবারের প্রতিপক্ষ আরেক আফ্রিকান দেশ সেনেগাল। মঙ্গলবার ( ২০ জুন) বাংলাদেশ সময় রাত ১ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে ব্রাজিল-সেনেগালের ম্যাচটি দক্ষিণ এশিয়ার কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে না। দক্ষিণ আমেরিকান ওটিটি প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি দেখা যাবে। গুগল প্লে স্টোরে ওটিটি প্ল্যাটফর্মের ‘ফ্যানাটিজ’ (Fanatiz) নামের অ্যাপটি পাওয়া যাবে। এছাড়াও টিভি গ্লোবো এবং স্পোর্টটিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। গ্লোবপ্লে অ্যাপেও দেখা যাবে ম্যাচটি। সেনেগালের বিপক্ষে সবশেষ ২০১৯ সালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেবারের প্রীতি ম্যাচে ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল। ফিফা র‍্যাংকিংয়ে ১৯ নম্বরে থাকা সাদিও মানেরা কঠিন প্রতিপক্ষই হবে ব্রাজিলের জন্য। তবে এই ম্যাচে হাটুর ইনিজুরির কারণে খেলবেন না রদ্রিগো। তাঁর জায়গায় দেখা যেতে অভিষেক হতে পারে ব্রাজিলের হয়ে অলিম্পিক জয়ী ফরোয়ার্ড ম্যালকমকে। এছাড়াও গোলবারের নিচেও দেখা যেতে পারে পরিবর্তন। এলিসনের জায়গায় দাঁড়াতে পারেন ম্যানসিটি গোলরক্ষক এডারসনকে। ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ এডারসন, ভ্যান্ডারসন, মারকুইনহোস, মিলিতাও, লুকাস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, পাকুয়েতা, ম্যালকম, রিচার্লিসন ও ভিনিসিয়াস।  

এ সম্পর্কিত আরও পড়ুন রাতে | মাঠে | নামছে | ব্রাজিল | যেভাবে | দেখবেন | খেলা