আর্কাইভ থেকে দেশজুড়ে

‘আমাদের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের মাতব্বরির কিছু নেই’

‘আমাদের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের মাতব্বরির কিছু নেই’
মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেদের ভোট নিয়েই অনেক অভিযোগ রয়েছে। আমাদের দেশের ভোট নিয়ে তাদের মাতব্বরির কিছু নেই। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার (২১ জুন) সকালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন। সকাল ১০টার দিকে নগরীর বন্দর বাজার এলাকার দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন সিলেট সদর আসনের এই সংসদ সদস্য। নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি খুবই আনন্দিত। আজকের পরিবেশটা অনেক সুন্দর। বৃষ্টি হলে ভোট কেন্দ্রে আসতে সমস্যা হতো। এখনো বৃষ্টি শুরু হয়নি। এ ব্যাপারটা খুব ভালো লেগেছে। তবে কেন্দ্রে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা বেশি। এ কে আবদুল মোমেন বলেন, আমি আগে আমেরিকায় ইভিএমে ভোট দিয়েছি। তবে বাংলাদেশে এই প্রথম ইভিএমে ভোট দিলাম। এতে খুব ভালো লাগছে। তিনি অভিযোগ করেন, বিএনপির আমলে প্রচুর ভুয়া ভোট পড়তো। ইভিএম পদ্ধতির ফলে সেই সুযোগ আর নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন আমাদের | ভোট | নিয়ে | যুক্তরাষ্ট্রের | মাতব্বরির | কিছু | নেই