আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানের প্রস্তাব নাকচ করে দিলো আইসিসি

পাকিস্তানের প্রস্তাব নাকচ করে দিলো আইসিসি
চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতে বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপের। ক্রিকেটের মেগা আসরটির খসড়া সূচি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে পাঠিয়েছে বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তবে খসরা সূচির তিন ভেন্যু নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি ও বিসিসিআইয়ের কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল তাঁরা। খসড়া সূচি অনুযায়ী পাকিস্তানের ম্যাচগুলোর ভেন্যু- হায়দারাবাদ, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায়। এর মধ্যে ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে আহমেদাবাদে ভেন্যুতে খেলতে চায় না বলে আগেই জানিয়েছিল পাকিস্তান। এরপর নতুন করে আরও দু’টি ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে পিসিবি। ২০ অক্টোবর ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২৩ অক্টোবর চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা রয়েছে পাকিস্তানের। পিসিবি প্রস্তাব করেছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে ব্যাঙ্গালুরুয় তাদের ম্যাচ ফেলানো হোক। কিন্তু আইসিসি ও বিসিসিআই যৌথভাবে পিসিবি’কে সেই অনুরোধ নাকচ করে দিয়েছে। সংস্থাটা দুটি জানিয়েছে, ভেন্যু পরিবর্তনের কোন কারণ দেখেন না তারা।      

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | প্রস্তাব | নাকচ | করে | দিলো | আইসিসি