আর্কাইভ থেকে দেশজুড়ে

ঝালকাঠিতে লঞ্চে আগুন: দায়ী মালিক, মাস্টার ও চালক

ঝালকাঠিতে লঞ্চে আগুন: দায়ী মালিক, মাস্টার ও চালক

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় লঞ্চটির মালিক, মাস্টার ও ইঞ্জিন চালককে দায়ী করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ইঞ্জিনেও ত্রুটি পাওয়া গিয়েছে বলে জানানো হয়।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল সোমবার রাতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। মালিক সুকানিসহ যারা ছিল তাদের ত্রুটি ছিল। লঞ্চটি নির্মাণের মধ্যেও দুর্বলতা ছিল। মালিক হোক বা যারাই দায়ী হোক সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  লঞ্চের ইঞ্জিনেও সমস্যার জন্য ডকইয়ার্ড কর্তৃপক্ষ দায়ী। এজন্য তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।  

গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। আগুনে ৪৮ জন মারা যায়।  আহত হন আরও অনেকেই।
অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল ইসলামকে আহ্বায়ক করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। 

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন ঝালকাঠিতে | লঞ্চে | আগুন | দায়ী | মালিক | মাস্টার | ও | চালক