আর্কাইভ থেকে দেশজুড়ে

চট্টগ্রামে বিএনপির আহ্বায়কসহ ৭৫ জনকে আসামি করে মামলা

চট্টগ্রামে বিএনপির আহ্বায়কসহ ৭৫ জনকে আসামি করে মামলা

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ ৭৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা ও যান চলাচলে বাধা দেয়ার অভিযোগে নগর বিএনপির শীর্ষ নেতাসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েক শ’জনকে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে আটক আছেন ৪৯ জন, বাকি ২৬ জন পলাতক।

ওসি আরও বলেন, ঘটনার সময় অনুপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মামলায় আসামি করা হয়নি।

উল্লেখ্য, ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ঘোষণা করে চট্টগ্রাম নগর বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন। তাদের মিছিলে হঠাৎ লোকসমাগম বেড়ে যায়। এতে প্রেস ক্লাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।

অনন্যা চৈতী

 

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | বিএনপির | আহ্বায়কসহ | ৭৫ | জনকে | আসামি | করে | মামলা