আর্কাইভ থেকে জাতীয়

অনলাইনে পশু কেনাবেচায় প্রতারণা করলে কঠোর ব্যবস্থা: খন্দকার আল মঈন

অনলাইনে পশু কেনাবেচায় প্রতারণা করলে কঠোর ব্যবস্থা: খন্দকার আল মঈন
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশু কেনাবেচায় কেউ প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বলেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সোমবার (২৬ জুন) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। খন্দকার মঈন বলেন, পশুর হাটে দালাল, প্রতারক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে র‍্যাব। ৫০ লাখ টাকা জাল নোট জব্দ এবং এরসাথে জড়িতদেরও আটক করা হয়েছে। এছাড়া হাসিলের নামে কোনো হাটে বাড়তি টাকা নেয়া হলে সংশ্লিষ্ট হাট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর আগে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পশুর ট্রাক রাজধানীতে প্রবেশ ও হাটের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। হাটে মলমপার্টি ও ছিনতাইকারীদের ব্যাপারে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো ক্রেতা-বিক্রেতা ঝামেলায় পড়লে পুলিশকে তাৎক্ষণিক জানানোর আহ্বান জানান তিনি। আইজিপি আরও জানান, জাল টাকা লেনদেন করে মানুষকে প্রতারিত করলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন অনলাইনে | পশু | কেনাবেচায় | প্রতারণা | কঠোর | ব্যবস্থা | খন্দকার | আল | মঈন