আর্কাইভ থেকে ফুটবল

১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ

১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ওঠার দৌড়ে খুব সহজ সমীকরণ নিয়ে ভুটানে বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লেবাননের কাছে মালদ্বীপ হেরে যাওয়ায় ১-০ গোলে হারলেও সেমিফাইনাল নিশ্চিত করবে জামাল ভুঁইয়ারা। এমন সমীকরণে বুধবার ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচের মাত্র ১২ মিনিটে গোল হজম করেছে বাংলাদেশ। এরপরেই কিছুটা ছন্নছাড়া ফুটবল খেললেও ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ২১ তম মিনিটে মোহাম্মদ মোরসালিনের গোলে সমতায় ফিরেছে বাংলাদেশ। সমতায় ফেরার পর ভুটানকে নিয়ে ছেলেখেলা শুরু করে লালসবুজের জার্সিধারীরা। ৩১ মিনিটে ভুটানের আত্মঘাতী গোলে লিড পায় বাংলাদেশ। এরপর ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রাকিব হাসান। ৩-১ ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ করার পর দ্বিতীয়ার্ধে আর কোন দল গোলের দেখা না পেলে ১৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন ১৪ | বছর | সাফের | সেমিফাইনালে | বাংলাদেশ