আর্কাইভ থেকে বাংলাদেশ

লকডাউনের চিন্তা নেই: পররাষ্ট্রমন্ত্রী

লকডাউনের চিন্তা নেই: পররাষ্ট্রমন্ত্রী

করোনার নতুন ঢেউ বা উচ্চ হারের সংক্রমণ আমাদের ভাবিয়ে তুলেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, বিশ্বব্যাপী এ হার উদ্বেগজনক। তবে আমরা লকডাউনের কথা একদম চিন্তা করছি না। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ আমাদের দেশে ওমিক্রন সংক্রমণের হার খুবই কম ও নিয়ন্ত্রিত।

তিনি সবাইকে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আতঙ্কিত না হয়ে টিকা নিতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।  

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে রোববার কূটনীতিক ও আন্তর্জাতিক মিশন প্রধানদের মধ্যে বুস্টার ডোজ প্রদানের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

লকডাউন নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটা এখনও ভাবছি না। এটার কারণও নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মুক্তা মাহমুদ 

এ সম্পর্কিত আরও পড়ুন লকডাউনের | চিন্তা | নেই | পররাষ্ট্রমন্ত্রী