আর্কাইভ থেকে বাংলাদেশ

বাটলারের অ্যাশেজ শেষ!

বাটলারের অ্যাশেজ শেষ!

এবারের অ্যাশেজ সিরিজিরের প্রথম তিন ম্যাচ হেরে অনেক আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছে ইংলিশরা। এবার তাদের জন্য এসেছে আরো দুঃসংবাদ। দলের নিয়মিত উইকেটরক্ষক ব্যাটার জস বাটলারকে শেষ টেস্টে পাচ্ছে না তারা। রোববার (০৯ জানুয়ারি) ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বিষয়টি জানিয়েছেন অধিনায়ক জো রুট।

চতুর্থ টেস্টের উইকেটকিপিং করার পর আঙ্গুলে আঘাত পেয়েছেন ৩২ বছর বয়সী এ উইকেটরক্ষক। আজই তিনি ইংল্যান্ড ফিরে যাবেন।

আঙ্গুলে আঘাত পাওয়ার পরেও শেষ দিনে ব্যাট হাতে লড়াইয়ের জন্য বাটলারকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক।

ইনজুরি বেশ গুরুতর জানিয়ে রুট বলেন, ‘গুরুতর আঘাত পেয়েছে বাটলার। ওই অবস্থায় তার ব্যাটিং করাটা প্রমাণ করে খেলাটাকে সে কতোটা গুরুত্ব দেয়। ইংল্যান্ডের জন্য খেলাটা তার কাছে কতোটা গুরুত্বপূর্ণ তা এই অবস্থান থেকেই বোঝা যায়।’

পঞ্চম ও শেষ টেস্টে বাটলারের বদলে স্যাম বিলিংস দলে ঢুকবেন বলেও জানিয়েছেন রুট। সবকিছু ঠিক থাকলে হোবার্টের দিবারাত্রির টেস্টেই হতে যাচ্ছে সাদা জার্সিতে বিলিংসের অভিষেক।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন বাটলারের | অ্যাশেজ | শেষ