আর্কাইভ থেকে বাংলাদেশ

জরুরি প্রয়োজন ছাড়া ভারতে ভ্রমণ না করাই ভালো: রাষ্ট্রদূত

জরুরি প্রয়োজন ছাড়া ভারতে ভ্রমণ না করাই ভালো: রাষ্ট্রদূত

জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই সবচেয়ে ভালো হবে বলে পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। 

রোববার (৯ জানুয়ারি ২০২২) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে করোনা টিকার বুস্টার ডোজ নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে এক প্রশ্নের জবাবে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, আমরা ভিসা সার্ভিস ও সীমান্ত খোলা রাখার চেষ্টা করব। তবে অতি প্রয়োজন ছাড়া এই মুহূর্তে ভারত ভ্রমণে না যাওয়াটাই সবচেয়ে ভালো হবে।

তিনি আরও বলেন, ১১ জানুয়ারি থেকে ভারতে যাওয়া সবাইকে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিশ্বের যেকোনো দেশ থেকে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্যও এ নিয়ম প্রযোজ্য হবে।

দোরাইস্বামী বলেন, ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই বাংলাদেশিদের এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণে না যাওয়াই ভালো হবে।

এর আগে কূটনীতিকদের জন্য টিকার বুস্টার ডোজ দেয়ার কর্মসূচি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন জরুরি | প্রয়োজন | ছাড়া | ভারতে | ভ্রমণ | করাই | ভালো | রাষ্ট্রদূত