আর্কাইভ থেকে জাতীয়

সময়মতো করোনার টিকা দেয়ার প্রয়োজনে আরও টিকা আমদানী করা হবে: প্রধানমন্ত্রী

সময়মতো করোনার টিকা দেয়ার প্রয়োজনে আরও টিকা আমদানী করা হবে: প্রধানমন্ত্রী

সময়মতো করোনার টিকা দেয়ার প্রয়োজনে আরও টিকা আমদানী করা হবে। এর জন্য টাকার যোগান রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে গণ ভবন থেকে ভার্চূয়ালী বৈঠকে অংশ নিয়ে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি একনেক সভায় এসব কথা বলেন তিনি। এসময় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন।

সভা শেষে দুপুরে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন।

সচিব বলেন, করোনাকালে সারাবিশ্বে অর্থনীতি হুমকির থাবায় পড়েছে, আর সেখানে আমরা অর্থনীতিকে চালু রেখেছি, সেটা বজায় রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের এখন খাদ্য উৎপাদন, মানুষকে খাদ্য সরবরাহ, সময়মতো ভ্যাকসিন দেয়া, এসব বিষয়ের দিকে গুরত্ব দিতে হবে। প্রয়োজনে আরও ভ্যাকসিন কেনা হবে, সেজন্য অর্থ যোগান রাখার পরামর্শও দিয়েছেন সরকার প্রধান।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন সময়মতো | করোনার | টিকা | দেয়ার | প্রয়োজনে | আরও | টিকা | আমদানী | করা | হবে | প্রধানমন্ত্রী