আর্কাইভ থেকে দেশজুড়ে

জিআই স্বীকৃতি পেলো ল্যাংড়া ও আশ্বিনা

জিআই স্বীকৃতি পেলো ল্যাংড়া ও আশ্বিনা
ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই) স্বীকৃতি পেলো চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম। এরইমধ্যে দুই মাসের যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। কয়েকদিন পরই স্বীকৃতি সনদ হাতে পাওয়া যাবে। বুধবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৭ সালে চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আমের জিআই স্বীকৃতির জন্য আবেদন করেছিলাম। এই আবেদনের প্রেক্ষিতে গেলো দু’মাস যাচাই-বাছাই কার্যক্রম চলে। সেই সময় শেষ হয়েছে। এখন আমরা চিন্তামুক্ত। কয়েকদিন পরই ল্যাংড়া ও আশ্বিনা আমের জিআই স্বীকৃতি সনদ হাতে পাবো। এটি পেলে চাঁপাইনবাবগঞ্জের ৪টি আমের জিআই স্বীকৃতি মিলবে। এর আগে, ২০১৯ সালে ক্ষিরসাপাত আম ও ২০২২ সালে ফজলি আমে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ উভয় জেলা জিআই স্বীকৃতি পায়।

এ সম্পর্কিত আরও পড়ুন জিআই | স্বীকৃতি | পেলো | ল্যাংড়া | ও | আশ্বিনা