আর্কাইভ থেকে জাতীয়

হিলি বন্দর দিয়ে ফের কাঁচা মরিচ আমদানি শুরু

হিলি বন্দর দিয়ে ফের কাঁচা মরিচ আমদানি শুরু
দুই দিন বন্ধ থাকার পর পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে বন্দরের আমদানিকারকরা। কাঁচা মরিচ আমদানি শুরুর ফলে দেশের বিভিন্ন স্থান থেকে বন্দরে কাঁচা মরিচ কিনতে এসেছেন পাইকাররা। আজ বুধবার (৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ৪টি ট্রাকে ২৯টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। বন্দরের দুজন আমদানিকারক এসব কাঁচা মরিচ আমদানি করেছেন। বন্দরে প্রতিকেজি কাঁচা মরিচ ৩২০ টাকা চাইছেন আমদানিকারকরা। ক্রেতা না থাকায় এসব কাঁচা মরিচ নিজ চালানে ঢাকা পাঠাচ্ছেন তারা। অন্যদিকে বাড়তি দামের কারণে কাঁচা মরিচ কিনতে পারছেন না পাইকাররা। হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক মোস্তফা হোসেন বলেন, ঈদের ছুটির পরে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে কাঁচা মরিচ আমদানির ফলে দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কমে গিয়েছিল। সেই সঙ্গে কাঁচা মরিচ রপ্তানি শুরু হওয়ায় ভারতের বাজারে কাঁচা মরিচের দাম কিছুটা বৃদ্ধি পায়। বাড়তি দামে কিনতে হওয়ায় ও দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমে যাওয়ার কারণে লোকসানের ভয়ে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিলো। কিন্তু আবারও দেশের বাজারে মূল্যবৃদ্ধি পাওয়ায় দাম নিয়ন্ত্রণে রাখতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে ভারত থেকে পুনরায় কাঁচা মরিচ আমদানি শুরু করেছেন তারা। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, দীর্ঘ ১০ মাস বন্ধের পর ঈদের আগের দিন ২৬ জুন বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। এদিন বন্দর দিয়ে ৫ ট্রাকে ২৭ হাজার ১৬৬ কেজি কাঁচামরিচ আমদানি হয়। ঈদের ছুটির পর আজ আবারও বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এ পর্যন্ত বন্দর দিয়ে ৪ ট্রাকে ২৯টন কাঁচা মরিচ আমদানি হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন হিলি | বন্দর | দিয়ে | ফের | কাঁচা | মরিচ | আমদানি | শুরু