আর্কাইভ থেকে দেশজুড়ে

নির্বাচন কমিশন অন্ধ এবং বোবা: তৈমুর

নির্বাচন কমিশন অন্ধ এবং বোবা: তৈমুর

নারায়ণঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, এই নির্বাচন কমিশন অন্ধ এবং বোবা। আজ মঙ্গলবার  (১১ জানুয়ারী) সকালে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। নিজের নির্বাচনী প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তির স্বার্থেই বিষয়টি বিবেচনা করতে তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন। একই সঙ্গে তারা যাতে হয়রানীর শিকার না হন সেবিষয়ে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেন।

তৈমুর বলেন এভাবে চলতে থাকলে এসপি অফিসে গিয়ে তিনি বসে থাকবেন। সেখান থেকে নির্বাচন পরিচালনা করবেন।তাঁর হাজার হাজার নেতা-কর্মী সেখানে গিয়ে বসে থাকবে।

তিনি অভিযোগ করেন, নির্বাচন আচরণ বিধি লংঘন সংক্রান্ত তিনটি অভিযোগ তিনি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন, কোন লাভ হয়নি। নির্বাচন কমিশন অন্ধ এবং বোবা।

রাতে তাঁর কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে।তিনি দাবী করেন আশরাফ নামে তাঁর এক কর্মীকে গতরাতে পুলিশ তুলে নিয়ে গেছে। পুলিশ তার কোন খোঁজ দিতে পারেনা।

সংবাদ সম্মেলনে আশরাফের স্ত্রী রেশমী  দাবী করেন গতরাতে বন্দর থানা এলাকা থেকে তাঁর স্বামীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিরাতেই পুলিশ  মটর সাইকেলে চড়ে পোশাকে এবং সাদা পোশাকে মহড়া দেয়। নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে যায়।

গতরাতে তাঁর ৪০ জন নেতা-কর্মীর বাসায় তল্লাশী করেছে পুলিশ। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচন | কমিশন | অন্ধ | বোবা | তৈমুর