আর্কাইভ থেকে বাংলাদেশ

আমার মিছিলে কিশোর গ্যাঙের ছড়াছড়ি: আইভি

আমার মিছিলে কিশোর গ্যাঙের ছড়াছড়ি: আইভি

আমার প্রত্যেকটা মিছিলেই দেখা যাচ্ছে যে, কিশোর গ্যাঙের ছড়াছড়ি, চিহ্নিত সন্ত্রাসীরা আমার মিছিলে। সুতরাং আমিতো চাইবোই এদেরকে গ্রেপ্তার করা হোক। আমিতো চাইবোই চিহ্নিত খুনি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের গ্রেপ্তার করা হোক। বললেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি। 

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

সিটি নির্বাচনের স্বতন্ত্র প্রাথী তৈমুর আলম খন্দকার গ্রেপ্তার ও হয়রানির যে অভিযোগ করেছেন, সেই বিষয়ে আইভি বলেন, আমার শিকর তৃণমূল থেকে, আমার এই ১৮ বছরে সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছি। আমি তো কখনই প্রশাসনকে ব্যবহার করি নি। এই নির্বাচনেও না। 

আইভি বলেন, আমি মনে করি যেখানে আমার এতো সুন্দর মাঠ রয়েছে, সকল জনগণ আমাকে সমর্থন করছে, সর্বস্তরের মানুষ আমার পাশে আছে। আমি কি চাইবো সাপোর্টাইজ করতে। নিশ্চয়ই নয়।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাদেরকে সজাগ থাকতে বলবো, যেন ১৬ জানুয়ারি মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে এবং কেউ যেন নির্বাচনকে বানচাল করতে না পারে সেই ব্যবস্থা করে দিতে পারে।  

তাসনিয়া রহমান 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন আমার | মিছিলে | কিশোর | গ্যাঙের | ছড়াছড়ি | আইভি