আর্কাইভ থেকে এশিয়া

আমেরিকার হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে জ্যামিং করছে রাশিয়া

আমেরিকার হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে জ্যামিং করছে রাশিয়া
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যেসব জিপিএস গাইডেড ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করছে তাতে জ্যামিং সৃষ্টি করছে মস্কোর সেনারা। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রজনিকভ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, যেসব ক্ষেপণাস্ত্র রুশ বাহিনীর জ্যামিংয়ের শিকার হচ্ছে তার মধ্যে আমেরিকার হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যখন আমেরিকা থেকে প্রথম হাইমার্স ক্ষেপণাস্ত্র ইউক্রেনে এসে পৌঁছেছিল তখন এই ক্ষেপণাস্ত্র শত্রু বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করত। কিন্তু এখন আর সেই কার্যকরিতা নেই। তিনি বলেন, রাশিয়ার হাতে রয়েছে শক্তিশালী রেডিও ইলেকট্রনিক সিস্টেম এবং শেষ পর্যন্ত তারা এই ব্যবস্থা ব্যবহার করে জিপিএস গাইডেড গোলা এবং হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অকার্যকর করে দেয়ার ব্যবস্থা করেছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, রাশিয়া এবং আমেরিকার এই প্রযুক্তিগত লড়াই প্রতিমুহূর্তে পেন্ডুলামের মতো দুলছে। ইউক্রেন যুদ্ধে প্রকৃতপক্ষে রাশিয়া এবং আমেরিকার প্রযুক্তির লড়াই চলছে। আলেক্সি রজনিকভ বলেন, “রাশিয়ার এই পাল্টা পদক্ষেপের কথা আমরা আমাদের মিত্রদের জানিয়েছি এবং তারা এখন রাশিয়ার প্রযুক্তির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন আমেরিকার | হাইমার্স | ক্ষেপণাস্ত্র | ব্যবস্থাকে | জ্যামিং | করছে | রাশিয়া