আর্কাইভ থেকে এশিয়া

দিল্লিতে প্রবল বৃষ্টি, ভাঙল ৪০ বছরের রেকর্ড

দিল্লিতে প্রবল বৃষ্টি, ভাঙল ৪০ বছরের রেকর্ড
দক্ষিণ-পশ্চিমী বায়ু উত্তর ভারতের দিকে অগ্রসর হতেই দুর্যোগ রাজধানী দিল্লিতে। প্রবল বৃষ্টিতে পরপর বাড়ি ভাঙল সেখানে। এই বৃষ্টি স্বস্তি নয়, আতঙ্ক নিয়ে এসেছে দিল্লিবাসীর চোখে। আর এরই মাঝে দিল্লির প্রবল বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন একজন মহিলা। এদিকে ধসে যাওয়া বাড়িতে অনেকেই আটকে পড়েছিলেন দিল্লিতে। জানা গেছে, বিল্ডিংয়ের ছাদ ধসে মাথায় পড়ার জেরে গতকাল দিল্লিতে মৃত্যু হয় ৫৮ বছর বয়সি এক মহিলার। ঘটনাটি ঘটে মধ্য দিল্লির করোল বাগের কাছে টিবিয়া কলেজ সোসাইটিতে। প্রবল বৃষ্টির জেরেই বিল্ডিংটি ধসে পড়ে। আর তাই এই বিপত্তি। এদিকে শুধু করোল বাগ নয়, গোটা দিল্লি জুড়ে বহু জায়গাতেই বৃষ্টির জেরে বিল্ডিং ধসে পড়ার খবর মেলে। দিল্লির দমকল বিভাগের পক্ষ জানানো হয়, একদিনে ১৫টি বাড়ি ভেঙে পড়েছে দিল্লিতে। কোথাও বৃষ্টির জেরে বাড়ির আংশিক ক্ষতি হয়েছে, তো কোথাও ছাদ ধসে পড়েছে। এর মধ্যে সবথেকে গুরুতর ঘটনা ঘটে করোল বাগের কাছে। তাতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া তিস হাজারির কাছে একটি ফ্ল্যাট বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে ৩০ জন আটকে পড়েছিলেন। এছাড়া ১৫টি গাড়ি এবং প্রায় ১২টি বাইক বা স্কুটার দেওয়ালে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির জেরে। এদিকে রোববারও দিল্লিতে প্রবল বৃষ্টি জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এই আবহে দিল্লিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ইতোমধ্যেই রাজধানীর বহু রাস্তা জলের তলায়। রাজধানী দিল্লি ছাড়াও হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব ও জম্মু-কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। পূর্বাভাস বলছে, আগামী দুই থেকে তিন দিন দিল্লি-সহ উত্তর ভারতের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টি হবে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা থেকে দিল্লিতে বৃষ্টি শুরু হয়েছিল। সারা রাত বৃষ্টি হওয়ার পর শনিবারও জারি থাকে বর্ষণ। আইএমডি-র পরিসংখ্যা অনুযায়ী, রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার। ইতিহাসের পাতা উলটে দেখা যাচ্ছে ১৯৮২ সালের পর জুলাই মাসে এত বৃষ্টি দিল্লিতে হয়নি আর। এদিকে এই প্রবল অবিরাম বর্ষণের জেরে দিল্লির সিংহভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তায় যানজট বাড়ে। শনিবার জুড়ে জলমগ্ন দিল্লির একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোথাও দেখা যাচ্ছে, মানুষ কোমর জল ডিঙিয়ে রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কোথাও আবার জমা জলে ডুবে যেতে দেখা যায় গাড়ি। এদিকে কিছু আন্ডারপাসের নীচে জলের পরিমাণ বেড়ে গিয়েছিল অনেকটাই। এই আবহে দুর্ঘটনা এড়াতে ব্যারিকেড দিয়ে সেই সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন দিল্লিতে | প্রবল | বৃষ্টি | ভাঙল | ৪০ | বছরের | রেকর্ড