আর্কাইভ থেকে জাতীয়

সমালোচনা হতে হবে দেশের কল্যাণে: প্রধানমন্ত্রী

সমালোচনা হতে হবে দেশের কল্যাণে: প্রধানমন্ত্রী
সাংবাদিকরা যাতে কিস্তিতে ফ্লাট কিনতে পারে সে ব্যবস্থা করেছে সরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ জুলাই) সকালে সাংবাদিকদের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভার্চুয়ারি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,  আওয়ামী লীগ সরকার গঠন করার সময় সংবাদপত্র ছিল হাতেগোনা কয়েকটি। তখন অবাধে সংবাদ যাতে প্রকাশিত হতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। প্রথমে তিনটি প্রাইভেট চ্যানেলের অনুমতি দেয়া হয়, তারপর এটি বাড়ানো হয়। সেই সময় অনেকে বাধা দিয়েছিল যে, প্রাইভেটে টিভি চ্যানেল দেয়া ঠিক হবে কি না? যখনই যে কাজ করেছি সেখানে লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করা। তখন আমি বলেছিলাম, যত বেশি টেলিভিশন দিতে পারব সেখানে সাংবাদিক থেকে শুরু করে বহু ধরনের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সাংবাদিক, শিল্পী, টেকনিশিয়ানসহ বহু ধরনের মানুষ কাজ পাবে তাদের জীবন চলতে পারবে। সেভাবে আমরা টেলিভিশনটা উন্মুক্ত করে দেই। https://youtu.be/nwA09N7Hykk এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য শেখ হাসিনা বলেন, সরকারের সমালোচনা থাকবেই,  তবে তা গঠনমূলক হতে হবে। হতে হবে দেশের কল্যাণে। প্রধানমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের স্বাধীনতা আওয়ামী লীগ যেমন দিয়েছে, অন্য কেউ আগে দেয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন সমালোচনা | হতে | হবে | দেশের | কল্যাণে | প্রধানমন্ত্রী