আর্কাইভ থেকে দেশজুড়ে

নিলামের কাঁঠাল নিয়ে সংঘর্ষ, খুনি গ্রেপ্তার

নিলামের কাঁঠাল নিয়ে সংঘর্ষ, খুনি গ্রেপ্তার
বহুল আলোচিত মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী এবাদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ফ্রান্স প্রবাসী তার আপন ভাই মইনুল হোসেন যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সব ইমিগ্রেশনে বার্তা পাঠানো হয়েছে। এরা আপন দুই ভাই। এই দুই ভাই মালদার গ্রুপের সদস্য। পুলিশ সূত্র জানায়, দুবাইগামী বিমান থেকে সোমবার গভীর রাতে এবাদুলকে নামিয়ে আনা হয়। হত্যার পরপরই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী একটি ফ্লাইটে উঠেছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জে নিয়ে যায়। প্রসঙ্গত, সোমবার সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাসনাবাদ গ্রামে কাঁঠাল নিলামকে কেন্দ্র দুইপক্ষের সংঘর্ষ ঘটে। এতে চারজন নিহত হন। নিহতরা হলেন, হাসনাবাদ গ্রামের আবদুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০), আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫) ও আছির মাহমদের ছেলে মুখলেছুর রহমান (৬০)।

এ সম্পর্কিত আরও পড়ুন নিলামের | কাঁঠাল | নিয়ে | সংঘর্ষ | খুনি | গ্রেপ্তার