সিরিয়ার অঘোষিত নেতা আহমেদ আল শারা জানিয়েছেন, দেশটিতে নির্বাচন আয়োজনে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া'র সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রোববার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
শারা বলেন, সিরিয়ার নতুন সংবিধান প্রণয়নে তিন বছর লাগবে। এছাড়া দেশে ব্যাপক পরিবর্তনের জন্য এক বছর সময় লাগবে।
গেল ৮ ডিসেম্বর বিদ্রোহীদের তোপের মুখে ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদকে হটাতে মূল ভূমিকা পালন করে শারার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম, এইচটিএস।
আহমেদ আল-শারা ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিকদের একটি দল চলতি মাসে দামেস্ক সফর করেছেন। ওই সময় তারা হায়াত তাহরির আল-শামের এই নেতাকে বাস্তববাদী হিসাবে আখ্যা দেন। একই সঙ্গে এইচটিএসের এই নেতার মাথার দাম ওয়াশিংটন যে ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল, সেটি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান।
এনএস/