আন্তর্জাতিক

সিরিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী নগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (৩ মার্চ) সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় আলজাজিরা। 

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে কারদাহা এলাকায় হামলা চালিয়েছে। এটি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান এবং সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুদ রাখা একটি সামরিক স্থাপনা বলে দাবি করেছে তারা। 

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, হামলার কেন্দ্রবিন্দু ছিল তারতুস শহরের আশপাশের এলাকা। তবে এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বেসামরিক প্রতিরক্ষা ও বিশেষায়িত দলগুলো হামলার ক্ষয়ক্ষতি নির্ণয়ে কাজ করছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। 

গেলো ডিসেম্বরে প্রেসিডেন্ট আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সিরিয়ার সামরিক স্থাপনাগুলোর ওপর ইসরাইল একাধিক বিমান হামলা চালিয়ে আসছে। 

গেলো মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইসরাইলি বাহিনী জানায়, তারা দক্ষিণ সিরিয়ার অস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালায়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই অঞ্চলের সামরিকীকরণের বিরুদ্ধে অবস্থান নেন এবং ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানোর পর এই হামলা চালানো হয়।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন সিরিয়া | ইসরাইল | বিমান হামলা