ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। শনিবার (১৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করছে মধ্যাঞ্চল।
ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিল দক্ষিণাঞ্চল। এনামুল হক বিজয় ও পিনাক ঘোষ উদ্বোধনী জুটিতে দলীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে এরই পরই বিপর্যয় নামে দক্ষিণাঞ্চলের ইনিংসে। প্রতিবেদন লেখার সময় দক্ষিণাঞ্চলের স্কোর ১৭ দশমিক ৪ ওভারে ৩ উইকেটে ৬৫ রান।
২০ রান করা বিজয়কে সাজঘরে পাঠিয়েছেন নাজমুল ইসলাম অপু। পিনাকের ব্যাট থেকে আসে ৩৫ রান। তার উইকেটটি নিয়েছেন সৌম্য সরকার। এরপর রানের খাতা খোলার আগেই তৌহিদ হৃদয়কে ফেরান অপু।
দক্ষিণাঞ্চল একাদশ: পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, জাকির হাসান (অধিনায়ক), অমিত হাসান, শেখ মেহেদি হাসান, ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও মোস্তাফিজুর রহমান।
মধ্যাঞ্চল একাদশ: মিজানুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), জাকের আলি অনিক, আব্দুল মজিদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, আল আমিন, হাসান মুরাদ রবিউল হক ও নাজমুল ইসলাম অপু।
হাসিব মোহাম্মদ