মিয়ানমারের চিন রাজ্য দখলের দাবি করেছে দেশটির জান্তা সরকারের সঙ্গে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী চিন ব্রাদারহুড। এক বিবৃতিতে গোষ্ঠটি জানায়, মিন্দাত ও কানপেটলেট দখলের পর চিন রাজ্যের ৮০ শতাংশ তারা নিয়ন্ত্রণ করছেন।
চিন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং ইরাবতীকে জানান, চিন রাজ্যের দক্ষিণাঞ্চলকে মুক্ত করা হয়েছে। পাশাপাশি রাজ্যটির উত্তরের ফালাম শহরে থাকা জান্তার সর্বশেষ অবস্থান 'ইনফ্যান্ট্রি ব্যাটিলিয়ন ২৬৮' লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, রাজধানী হাখা, ফালাম, তেদিম ও থান্টল্যাং শহরে জান্তা বাহিনীর বাকি সদস্যদের চলাচল সীমিত করা হয়েছে। পালেটওয়া, মাতুপি, কানপেলেট,মিন্দাত ও তোনজাং শহর জান্তা বাহিনীর হাত ছাড়া হয়ে গেছে। এছাড়া মিন্দাত ও কানপেলেট থেকে ১৩জন বন্দীকে মুক্ত করা হয়েছে।
চিন ব্রাদারহুড নামে জান্তাবিরোধী যৌথ বাহিনীতে ইয়াও ডিফেন্স ফোর্স, স্যাগ্যাইং অঞ্চলের গ্যাংগাও জেলার ইয়াও আর্মি ও মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা রয়েছেন।
গোষ্ঠীটি চার মাস আগে জান্তার বিরুদ্ধে মিন্দাত, ফালাম ও কানপেলেট শহরে হামলা শুরু করে। মিন্দাত ও ফালামে 'অপারেশন সিবি' শুরু হয় ৯ নভেম্বর।
শুক্রবার চিন ব্রাদারহুড জানায়, অব্যাহত হামলার মুখে পুলিশসহ জান্তা বাহিনীর ১৬৮ সদস্য তাদের পরিবারসহ আত্মসমপর্ণ করেছে। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তাদের হাতে এখন ৩০০ জান্তা সদস্য আটক আছেন।
এনএস/