আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করলো মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের ওপর নৃশংস গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। 

শুক্রবার (১৬ জানুয়ারি) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং দাবি করেছেন, ২০১৭ সালে রাখাইনে অভিযানটি ছিল বিদ্রোহী গোষ্ঠীর হামলার জবাবে একটি ‘বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান’।

আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার অভিযোগ ভিত্তিহীন বলে সাব্যস্ত হয়। কারণ তারা রোহিঙ্গা গণহত্যার প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর এই আগ্রাসনকে জাতিসংঘ ‘জাতিগত নির্মূল’ এবং ‘গণহত্যার উদ্দেশ্যে পরিচালিত অভিযান’ হিসেবে অভিহিত করেছিল।

জাতিসংঘ জানিয়েছে, প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। অনেক যৌন নিপীড়ন ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #রোহিঙ্গা #গণহত্যার অভিযোগ #প্রত্যাখ্যান #মিয়ানমার