আবহাওয়া

শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে নতুন বছর

চলতি মাসের বাকি সময়ে দেশের দু-এক জায়গা বাদে কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম।  রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে।  কিন্তু আগামী মাস, অর্থাৎ নতুন বছরের শুরুতে দেশজুড়ে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।  জানুয়ারির বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে। এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) দেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে। দেশের বাকি এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে। কিছুটা মেঘলা থাকতে পারে দেশের উপকূলীয় এলাকার আকাশ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন, সাগর থেকে কিছুটা মেঘ দেশের ভেতরে প্রবেশ করছে। এ কারণে সামগ্রিকভাবে শীতল বাতাস কম আসতে পারছে। চলতি মাসের বাকিটা সময় দেশজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তবে বিচ্ছিন্নভাবে দু–একটি জায়গায় শৈত্যপ্রবাহ থাকতে পারে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন শৈত্যপ্রবাহে | নতুন