আর্কাইভ থেকে জাতীয়

বিদ্যুৎ-পানির অপচয় কমালে বিল কম আসবে: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ-পানির অপচয় কমালে বিল কম আসবে: প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াত যখন ক্ষমতায়, তখন পানি উৎপাদন হতো ১২০ কোটি লিটার। এখন ঢাকা মহানগরে ২৬০ কোটির লিটার পানির চাহিদা থাকলেও ঢাকা ওয়াসা এখন ২৭০ কোটি লিটার পানি উৎপাদন করছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ওয়াসার দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের (পয়ঃশোধনাগার) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে ঢাকা ওয়াসার পানির বিল মাত্র ৬৪ শতাংশ আদায় হতো। রাজস্ব আয় ছিল মাত্র ৩০০ কোটি টাকা। তখন ঢাকা শহরে মাত্র ৬০ ভাগ মানুষ সুপেয় পানি পেত। সে সময় ঢাকার জনসংখ্যা ছিল এক কোটি ২০ লাখের মতো। শেখ হাসিনা বলেন, পানির বিল এখন ১০০ শতাংশ আদায় করতে সক্ষম ওয়াসা। চাহিদার চেয়ে বেশি পানি উৎপাদন ক্ষমতা রয়েছে ঢাকা ওয়াসার। ২০২২-২৩ অর্থবছরে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। সরকারপ্রধান বলেন, শুধুমাত্র রাজধানী ও মহানগর নয়, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে। বিদ্যুৎ ও পানি ব্যবহারে অপচয় কমালে বিল কম আসবে। গ্রাম পর্যায় পর্যন্ত মানুষ যেন সব ধরনের নাগরিক সুবিধা পান সে ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু ঢাকা শহর নিয়ে ভাবলে হবে না। প্রতিটি গ্রামে সকল নাগরিক সুবিধা পৌঁছে দিতে হবে। নাগরিক সুবিধা নিশ্চিতে ঢাকা ওয়াসাকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা ২০৩০ সাল নাগাদ ঢাকার চারপাশে পাঁচটি পয়ঃশোধনাগার নির্মাণের কথা জানান। প্রধানমন্ত্রী  আরও বলেন, আওয়ামী লীগের আমলে দেশের মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে। দেশের উন্নয়নের জন্য গণতান্ত্রিক ধারার সরকার প্রয়োজন।  

এ সম্পর্কিত আরও পড়ুন বিদ্যুৎপানির | অপচয় | কমালে | বিল | কম | আসবে | প্রধানমন্ত্রী