আর্কাইভ থেকে জাতীয়

ইভিএম মেশিনে মেয়রের প্রতীক খুঁজে না পাওয়ার অভিযোগ

ইভিএম মেশিনে মেয়রের প্রতীক খুঁজে না পাওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট শুরু হয়েছে। আজ রোববার (১৬ জানুয়ারি) নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ  চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ইভিএম মেশিনে ভোট দিতে গিয়ে মেয়রের প্রতীক খুঁজে পাননি বলে অভিযোগ করেছেন এক ভোটার।

১২নং ওয়ার্ডের এবিসি স্কুল ভোটকেন্দ্রে শান্তি নামে এক ভোটার অভিযোগ করেছেন, ইভিএম মেশিনে মেয়রের হাতি প্রতীকের বাটনটি কাজ করছে না। দায়িত্বরত ব্যক্তিদের জানানো হলে তাঁরা শান্তাকে বলেন ভোট হয়ে গেছে। এ নিয়ে ভোট কেন্দ্রের লোকজনের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। 

স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারও দাবি করেছেন, তার এক ভোটারকে হাতি প্রতীকে ভোট দিতে দেওয়া হয়নি।

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন খান বলেন, ইভিএম মেশিন নিয়ে  তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। 

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন ইভিএম | মেশিনে | মেয়রের | প্রতীক | খুঁজে | পাওয়ার | অভিযোগ