আর্কাইভ থেকে বাংলাদেশ

একশো রানও করতে পারলো না বাংলাদেশ!

একশো রানও করতে পারলো না বাংলাদেশ!

যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের ৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের যুবারা। 

অনুর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯৭ রানে অলআউট বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রাকিবুল হাসান। কিন্তু ব্যাটারদের চরম ব্যর্থতার দিনে ভালো সংগ্রহ করতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। 

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে ব্যাট করতে নেমে জসুয়া বয়ডেনের বোলিং তোপে ব্যর্থ দু’ওপেনার মাহফিজুল ইসলাম ও আরিফুল ইসলাম। প্রান্তিক নওরোজও এদিন আস্থার প্রতিদান দিতে পারেননি। শূন্য রানে জেমস সেলসের শিকার হয়ে ফেরেন আগের বিশ্বকাপ খেলা এ ব্যাটার। 

বিপর্যয় কাটাতে পারেননি মোহম্মদ ফাহিমও। ২ বলে ১ রান করে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। দলীয় ২৬ রানে অ্যাসপিনওয়ালের বলে ৯ রান করে ফেরেন আশিকুর জামান।  এইচ মোল্লা ১৩, এসএম মেহেরব ১৪ আর রিপন মন্ডলের অপরাজিত ৩৩ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের ফিগার স্পর্শ করতে পারেনি। ফলে ৩৫ ওভার ২ বলে ৯৭ রানেই গুটিয়ে যায় রাকিবুল হাসানের দল। 

ইংলিশ বোলার জোশুয়া বোয়েন চারটি এবং থমাস অ্যাসপিনওয়াল নেন দুইটি করে উইকেট। 

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল: মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মোঃ ফাহিম, আবদুল্লাহ আল মামুন, এসএম মেহেরব, আশিকুর রহমান, রাকিবুল হাসান (অধিনায়ক), নাইমুর রোহমান, রিপন মন্ডল।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: জর্জ থমাস, জ্যাকব বেথেল, টম প্রেস্ট (অধিনায়ক), জেমস রিউ, উইলিয়াম লুক্সটন, জর্জ বেল, + অ্যালেক্স হর্টন, জেমস সেলস, টমাস অ্যাসপিনওয়াল, ফতেহ সিং, জোশুয়া বয়েডেন।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন একশো | রানও | করতে | পারলো | বাংলাদেশ