আর্কাইভ থেকে বাংলাদেশ

ভোট ডাকাতরাই পাস করালেন খসড়া আইন: ড. জাফরুল্লাহ

ভোট ডাকাতরাই পাস করালেন খসড়া আইন: ড. জাফরুল্লাহ

ভোট ডাকাতরাই তো খসড়া আইন পাস করালেন। অথচ এই আলোচনা ও দাবি জনগণের। কিন্তু সরকার সেটা জনগণের সামনে প্রকাশ করেনি। বললেন গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি প্রহসনের খেলা হবে।

আজ বুধবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে অ্যান্টি ড্রাগ সোসাইটির আয়োজিত ‘মাদকের ভয়াবহতা রোধে করণীয়’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

ড. জাফরুল্লাহ  জানান, নির্বাচন কমিশন আইনের ব্যাপারে আইনমন্ত্রী এতদিন বললেন, এটা সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু প্রধানমন্ত্রী খেলা দেখালেন, বাঁদর নাচ দেখিয়ে দিলেন। আগে বলছেন এটা করা যাবে না। এখন খসড়া পাস করিয়ে দিলেন। 

তিনি জানান, সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে বলে মাদক ও তামাকজাত পণ্যের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয় না। দেশে এই মাদকের বিস্তারের জন্য সরকার দায়ী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার ডোপ টেস্টে অনেক উৎসাহী। কিন্তু কতজনই বা এই টেস্ট করেন। সবগুলোতেই সরকারের ভুলনীতি। সরকার তো জনগণের প্রতিনিধি না। সরকার তো নির্বাচিত সরকার না। তাদের এসব জায়গায় কাজ করারও কোনো উৎসাহ নেই।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ভোট | ডাকাতরাই | পাস | করালেন | খসড়া | আইন | ড | জাফরুল্লাহ