বিনোদন

শোরুমে গোপন ক্যামেরায় নারীর ভিডিও নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক

রাজধানীর উত্তরা এলাকায় একটি কাপড়ের শোরুমে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এই ঘটনার সরাসরি সাক্ষী ছিলেন এবং নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি জনসমক্ষে আনেন। ঘটনাটি সোমবার (২৫ আগস্ট) রাতে উত্তরা একটি হাসপাতালের কাছে অবস্থিত শোরুমে ঘটে।

ভিডিওতে ইরফান সাজ্জাদ বলেন, তিনি এক পরিচিত মহিলার সঙ্গে শোরুমে পোশাক পরখ করতে গিয়েছিলেন। ট্রায়াল রুমে প্রবেশের পর মহিলাটি সিসিটিভি ক্যামেরা দেখতে পান। বিষয়টি সবার নজরে আনলে শোরুমের কর্মচারীরা তাদের আটকে রাখার চেষ্টা করে। তবে আশপাশের লোকজন এগিয়ে আসলে, তারা পালিয়ে যায়।

ইরফান জানালেন, পুলিশ এসে অভিযুক্ত কর্মচারীর মোবাইল থেকে বেশ কিছু ভিডিও উদ্ধার করেছে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, লোকটি ভদ্রবেশী, দাড়িওয়ালা একজন এবং চারপাশে এ ধরনের লোকেরা ঘুরে বেড়াচ্ছে। সবাইকে সাবধান থাকতে হবে।

এ ঘটনায় স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #উত্তরা #ইরফান সাজ্জাদ