আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (২২ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার কাছাকাছি একটি গ্রামে স্থানীয়দের সাথে সংঘর্ষ হয় ইসরায়েলি বাহিনীর। তেল আবিবের দাবি, আধা সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ও বিস্ফোরক ছুঁড়ে মারে মাস্ক পরা সন্ত্রাসীরা। জবাবে টিয়ার গ্যাস, এমনকি গুলি আর গ্রেনেডও ছুঁড়ে মারে ইসরায়েলি সেনারা। গুলিতে নিহত হয় মুহাম্মদ ফুয়াদ আত্তা আল বায়েদ নামের ১৭ বছরের এক কিশোর। জালাজোন শরণার্থী শিবিরের বাসিন্দা ছিল সে। নাবলুসের আরেক ঘটনায় মৃত্যু হয় ১৮ বছর বয়সী ফাওজি মাখালফেহর। ইসরায়েলের দাবি, একটি গাড়ি থেকে হামলার চেষ্টা চালানোয় গুলি ছোঁড়ে ইসরায়েলি সেনারা। এ ঘটনায় আহত হয় আরও একজন। চলতি বছর ইসরায়েলি হামলায় পশ্চিম তীর ও জেরুজালেমে দেড় শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলি | বাহিনীর | গুলিতে | ২ | ফিলিস্তিনি | নিহত