বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ড এবং বিভিন্ন ধরনের সম্পর্কের বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সম্পর্কের গুঞ্জন ট্রেন্ডিং হয়ে ওঠে। তো আবার মাঝে মাঝে কোনো পুরনো সম্পর্কের বিতৃষ্ণার চাপা রাগ সর্বসমক্ষে প্রকাশিত হয়ে যায়। তবে বলি মহলে এমন কিছু সম্পর্কের গুঞ্জন রয়েছে, যা নিয়ে সবাই জানলেও, কেউ মন্তব্য করতে চায় না। বলিউড প্রেমীরা মোটামুটি সকলেই অভিনেত্রী কারিশমা কাপুরকে চেনেন। এককালে তিনি বেশকিছু সুপারহিট বক্স অফিস কাঁপিয়ে দেয়ার মতো সিনেমা করেছিলেন। বলিউডে তার অবদানের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে তাবড় তাবড় বলিউড তারকারাও তাকে বেশ সম্মান করেন।
এই কারিশমা কাপুর নিজের ক্যারিয়ারে একাধিক সিনেমা করেছেন। অনেক জনপ্রিয় অভিনেতার সাথে তিনি স্ক্রিন ভাগ করে নিয়েছিলেন। অনেক ব্লকবাস্টার সিনেমায় কাজ করেছেন তিনি। অভিনেত্রী আমির খানের সাথেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন যার মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ‘রাজা হিন্দুস্তানি’ নামক সিনেমাটি। সিনেমা রিলিজের সময় এই সিনেমা খুব একটা সাড়া না পেলেও পরে তা ব্লকব্লাস্টার হয়। লাখ লাখ মানুষের পছন্দ ছিল এই সিনেমা। বিশেষ করে আমিরের সাথে কারিশমার কিছু অন্তরঙ্গ দৃশ্য রাতের ঘুম কেড়ে নিয়েছিল অনেকের।
এই রাজা হিন্দুস্তানি ছবিতে কারিশমা কাপুর এবং আমির খানের চুম্বন দৃশ্য দিয়ে সবার হুঁশ উড়িয়ে দিয়েছিল। এটি বলিউডের চলচ্চিত্রগুলিতে শ্যুট করা দীর্ঘতম চুম্বন দৃশ্যগুলির মধ্যে একটি, যা পুরো এক মিনিট স্থায়ী হয়েছিল৷ সম্প্রতি এই সিন নিয়ে এমন একটি খবর জানা গেছে যা শুনলে আপনি অবাক হবেন। ওই সিনটি প্রচণ্ড শীতের মাঝে উটিতে শুট করা হয়েছিল। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুটিং করা হয়েছিল।এই দৃশ্যের শুটিং করতে মোট ৩ দিন লেগেছিল। সবচেয়ে বড় কথা এই সিনটি করতে আমির খান ও কারিশমাকে ৪৭ বার রিটেক দিতে হয়েছিল।