গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৯৩০ জন। শনাক্তের হার প্রায় ৩০ দশমিক ৪৬ শতাংশ। এ নিয়ে এই জেলায় মোট শনাক্ত এক লাখ আট হাজার ৩৭৬ জনে এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৪২ জনে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৯৩০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ৩০ দশমিক ৪৬ শতাংশ। শনাক্তদের মধ্যে ৭৫৭ জন নগরের এবং ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তাসনিয়া রহমান