আর্কাইভ থেকে আফ্রিকা

দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত; ১০ জনের মৃত্যু

দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত; ১০ জনের মৃত্যু

দক্ষিণ সুদানের জংলাই রাজ্যে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছে অন্তত ১০ জন। এদের মধ্যে দুই পাইলট রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক।

খালিজ টাইমস জানায়, বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জংলাই রাজ্য গভর্নর ডিনে জোক চাগোর বলেন, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটের দিকে পিরি এয়ারস্ট্রিপে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এটি ছিল বড় বেদনা ও ভয়ঙ্কর খবর।

ডেইলি সাবাহ জানায়, উড়োজাহাজটি জংলাই রাজ্য থেকে জুবা বিমানবন্দরে যাওয়ার পথে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এতে এইচকে-৪২৭৪ ফ্লাইটটিতে থাকা দুই পাইলট ও আট যাত্রী মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

উড়োজাহাজটি দক্ষিণ সুদানের সুপ্রিম এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান ছিল।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, এ ঘটনায় মৃতদের পরিচয় এখানো শনাক্ত করা যায়নি। এটা উড়োজাহাজ সংস্থা পরিচালিত দ্বিতীয় দুর্ঘটনা।

এর আগে ২০১৭ সালে সুপ্রিম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আগুন ধরে গেলে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষিণ | সুদানে | উড়োজাহাজ | বিধ্বস্ত | ১০ | জনের | মৃত্যু