আর্কাইভ থেকে বাংলাদেশ

ময়মনসিংহে একদিনে ১৬১ জনের করোনা শনাক্ত

ময়মনসিংহে একদিনে ১৬১ জনের করোনা শনাক্ত

প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ময়মনসিংহে। জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ৫ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৪ জনে দাঁড়িয়েছে। 

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলের (মমেক) পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৮৭ নমুনা পরীক্ষা করে ১৬১ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪৪ জনে। এরমধ্যে ২১ হাজার ৮৭৭ জন করোনামুক্ত হয়েছেন ও ২৯৮ জন মারা গেছেন।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন করে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর রয়েছেন ৭৫ জন। এরমধ্যে করোনাভাইরাস পজিটিভ রোগী ৪৯ জন। এছাড়াও বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন। আর ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ময়মনসিংহে | একদিনে | ১৬১ | জনের | করোনা | শনাক্ত