আর্কাইভ থেকে শিক্ষা

রাজশাহীতে পাশবিকতার শিকার মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীতে পাশবিকতার শিকার মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় শিক্ষকের কাছে পাশবিকতার শিকার এক নয় বছরের মাদরাসা শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে শাকিল আহম্মেদ (২০) নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। 

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে শিশুটির বাবার দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের একটি হাফেজিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই মাদরাসায় দীর্ঘদিন ধরে শিশু শিক্ষার্থীদের কোরআন শিক্ষা দিতেন শাকিলসহ দুই শিক্ষক। শিক্ষার্থীদের সঙ্গে একই মাদরাসায় থাকতেন তারা।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক নিজের দায় কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিশুটির পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গত বুধবার (১৯ জানুয়ারি) ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নেন শিক্ষক শাকিল আহম্মেদ। সেখানেই তার ওপর চলে যৌন নিগ্রহ। ঘটনাটি কাউকে না জানাতে শিশু শিক্ষার্থীকে ভয় দেখিয়েছিলেন ওই শিক্ষক।

পরে কৌশলে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে যায়। গিয়ে অভিভাবকদের ঘটনাটি জানান। মাদরাসায় ফিরতেও আপত্তি জানায় শিশুটি। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ভুক্তভোগী শিশুর সঙ্গে কথা বলে।

ওসি আরও জানান, বৃহস্পতিবার রাতে মাদরাসায় অভিযান চালানো হয়। ওই সময় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শিক্ষককে। এ নিয়ে রাতেই ওই শিশুর বাবা থানায় মামলা করেন। ওই শিক্ষককে আদালতে ও ভুক্তভোগী শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীতে | পাশবিকতার | শিকার | মাদরাসা | শিক্ষার্থী | শিক্ষক | গ্রেপ্তার