২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং প্রবেশপত্র সংক্রান্ত জটিলতা এড়াতে বোর্ড এবার আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে।
ঢাকা বোর্ড জানায়, বিগত সময়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান যথাসময়ে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পাওয়ার পরও তা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে দেরি করেছে। এতে করে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সময়সীমা পেরিয়ে গেছে অনেকের, যার ফলে অনেকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারিয়েছে। এ ধরনের পরিস্থিতি শিক্ষার্থীদের জন্য শুধু হতাশাজনকই নয়, বরং মানসিক চাপেরও কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে ফরম পূরণের সুযোগ আর থাকবে না। বিলম্ব ফি সহ সময়সীমা শেষ হওয়ার পর আর কোনোভাবেই ফরম পূরণ করা যাবে না।
আরও একটি গুরুতর বিষয় সামনে এনেছে বোর্ড। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদনবিহীন বিষয়ে শিক্ষার্থী ভর্তি করে, অথচ রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সময় অনুমোদিত বিষয়ের নাম ব্যবহার করে। প্রবেশপত্র তৈরির সময় এ গরমিল ধরা পড়লে শিক্ষার্থীরা সেই বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারে না, যা তাদের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতির কারণ।
বোর্ডের নতুন নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সংগ্রহের এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে তা পৌঁছে দিতে হবে। কেউ সময়মতো বিতরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীল হতে বলেছে শিক্ষা বোর্ড। কোনো শিক্ষার্থী যেন কাগজপত্রজনিত কারণে পরীক্ষার বাইরে না পড়ে এ বিষয়েও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সচেতন হতে বলা হয়েছে।
এমএ//