এমবিবিএস ও বিডিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর। ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সর্বোচ্চ সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কেউ গেটে পৌঁছালে তাকে আর ভেতরে ঢুকতে দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে শুরু হবে। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে ১ ঘণ্টা ১৫ মিনিট। এ লক্ষ্যে পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
পরীক্ষার্থীদের প্রবেশের সময় স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম এবং এইচএসসি/সমমানের প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা বাড়তি সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
আই/এ