আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় মৃত্যু ১২, শনাক্ত ১১ হাজারের বেশি

করোনায় মৃত্যু ১২, শনাক্ত ১১ হাজারের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জন মারা গেছেন।  এ নিয়ে এখন পর্যন্ত প্রাণঘাতি ভাইরাসটিতে ২৮ হাজার ১৯২ জনের মৃত্যু হলো।

এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৩৪ জন। এতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৮ হাজার ৬১৬ জন।

একই সময়ে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৭৫২ জন। তাতে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৫ জন। 

শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আগের দিন বৃহস্পতিবার (২০ জানুয়ারি) করোনায় ৪ জনের মৃত্যু হয়। ওই সময়ে নতুন করে শনাক্ত হন ১০ হাজার ৮৮৮ জন। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ। এদিন তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৯ শতাংশে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম কোনো মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর এতে আক্রান্ত হয়ে প্রথম কেউ মারা যান। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | মৃত্যু | ১২ | শনাক্ত | ১১ | হাজারের | বেশি