আর্কাইভ থেকে আওয়ামী লীগ

কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ

কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ
কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে টিভি মনিটরিং-এর মাধ্যমে বিএনপি ও সমমনা দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এদিন একই কর্মসূচির ঘোষণা দিয়েছিল এ দলটি। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি না পাওয়ায় কর্মসূচি থেকে সরে দাঁড়ায় ক্ষমতাসীনরা। কিন্তু দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজধানীর উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট কার্যালয়ে অবস্থান করছেন বলেও জানিয়েছে দলীয় সূত্র। শনিবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি। আমাদের নেতাকর্মীরা সংশ্লষ্ট দলীয় কার্যালয়ে অবস্থান করছে। বিএনপি যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা মাঠে আছি। ঝামেলার চেষ্টা করলে কোনো ছাড় দেবো না, অশান্তি তৈরি করতে দেবো না। আওয়ামী লীগ নেতারা বলেছেন, আইনের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত করলেও বিরোধীরা মাঠে নামলে বসে থাকবেন না তারাও। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এদিকে ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা করে আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু জনদুর্ভোগের কথা মাথায় রেখে কোনো দলকেই কর্মসূচির অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করে আওয়ামী লীগ। কিন্তু কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে বিএনপি। সকাল থেকে পূর্বঘোষিত পয়েন্টগুলোতে জড়ো হতে থাকে দলটির নেতাকর্মীরা। পরে সড়কের যানচলাচল স্বাভাবিক করার চেষ্টায় বিভিন্ন জায়গায় টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এর জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।   এসি/

এ সম্পর্কিত আরও পড়ুন কেন্দ্রীয় | কার্যালয় | পরিস্থিতি | পর্যবেক্ষণ | করছে | আওয়ামী | লীগ