করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সদ্যই মুক্তি পেয়েছে। রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত এই ছবিটির হাত ধরেই তার পরিচালনায় প্রত্যাবর্তনও বলা চলে। যা দর্শকদের পাশাপাশি সেলিব্রিটিদের কাছ থেকেও খানিক ইতিবাচক পর্যালোচনাও পেয়েছে। তবে অন্যপথে হাঁটলেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতারা তার নিন্দা করেছেন এবং সিনেমাটিকে একটি 'ডেইলি সোপ'ও বলেছেন।
শনিবার, কঙ্গনা রানাওয়াত তার ইনস্টাগ্রামে করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানিতে তার মতামত শেয়ার করেছেন। অভিনেত্রী লিখেছেন, ‘ভারতীয় দর্শকরা পারমাণবিক অস্ত্রের উৎপত্তি এবং পরমাণু বিজ্ঞানের জটিলতার উপর তিন ঘণ্টা দীর্ঘ চলচ্চিত্র দেখছেন। আর এখানে এমন ধরণের শাশ বহুর কান্নাওয়ালা সিরিয়াল মার্কা ছবি বানাতে ২৫০ কোটি টাকা লাগবে কেন?’
তিনি আরও বলেছেন, ‘একই ছবি বারবার বানানোর জন্য করণ জোহর আপনার লজ্জা লাগা উচিত। নিজেকে ভারতীয় সিনেমার পতাকাবাহী বলা এবং চিরতরে এটিকে পিছিয়ে দেয়া এটাই করে আসছেন। এভাবে তহবিল নষ্ট করবেন না। এটি শিল্পের জন্য খুব একটা ভালো সময় নয়, দয়া করে অবসর নিন।’
শুধু পরিচালককেই নয়, তিনি রণবীর সিংকেও 'সাধারণ মানুষের' মতো পোশাক পরার পরামর্শ দিয়েছেন এবং লিখেছেন, ‘@ranveersingh-এর প্রতি আমার আন্তরিক পরামর্শ তার উচিত করণ জোহরের ড্রেসিং সেন্সকে এভাবে প্রভাবিত হতে না দেয়া। তার উচিত একজন সাধারণ মানুষের মতো পোশাক পরা, যেমন ধর্মেন্দ্রজি বা বিনোদ খান্নাজি। তারা পোশাক পরেন। ভারতীয় লোকেরা একজন নায়ককে কার্টুন হিসেবে কখনওই পছন্দ করবে না।’
তিনি আরও বলেছেন, ‘দক্ষিণের সমস্ত নায়কদের দেখুন। কীভাবে তারা পোশাক পরেন এবং নিজেদের অত্যন্ত মর্যাদা এবং সততার সঙ্গে তুলে ধরেন। তাদের দেখতেও পুরুষ এবং মর্যাদাপূর্ণ। লোকেরা আমাদের দেশের সংস্কৃতি নষ্ট করে না।’
রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে রকি চরিত্রে রণবীর সিং এবং রানির চরিত্রে আলিয়া ভাট অভিনয় করেছেন। রোম্যান্টিক এই ড্রামাটিতে আরও অভিনয় করেছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র এবং শাবানা আজমি। ২৮ জুলাই মুক্তিপ্রাপ্ত, সিনেমাটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা অর্জন করছে এবং প্রথমদিনেই বক্স অফিসে ১১.১০ কোটি টাকা সংগ্রহ করেছে।
কঙ্গনা রানাওয়াতকে পরবর্তীতে তারই নির্দেশনায় ইমার্জেন্সি ছবিতে দেখা যাবে। যেখানে অনুপম খের, মিলিন্দ সোমান এবং সতীশ কৌশিক অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন। অভিনেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়ও অভিনয় করবেন। যেটি ২৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে৷ অভিনেত্রীর হাতে এছাড়াও রয়েছে তেজস। যা ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে৷