আর্কাইভ থেকে দেশজুড়ে

দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন প্রশিক্ষন মাঠে আজ রবিবার (২৩ জানুয়ারি) লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ১৫৬ কিলোমিটার সীমান্ত হতে মালিকবিহীন আটককৃত দুই কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৪ শত ২২ টাকা মূল্যে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মোঃ জাকারিয়া হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম। এ সময় সামরিক, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক  ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত গত দুই বছরে ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল তিন লাখ এক হাজার ৫০০ টাকার মদ, ৯৮ লাখ টাকার গাঁজা, ৮৬ লাখ টাকার ফেন্সিডিল, ২৪ লাখ টাকার ইস্কাপ সিরাপ, ৬১ লাখ  টাকার ইয়াবা, এক হাজার টাকার আয়রন ট্যাবলেট ও ৪ হাজার টাকার খৈনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | কোটি | টাকার | মাদকদ্রব্য | ধ্বংস | করলো | বিজিবি