আর্কাইভ থেকে বাংলাদেশ

রামপুরায় উলন পাওয়ার হাউজে আগুন

রামপুরায় উলন পাওয়ার হাউজে আগুন

রাজধানীর পশ্চিম রামপুরায় একটি উলন গ্রিড সাব স্টেশনে হাউসে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

আজ সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাতটার পরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম। 

তিনি জানান, সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট প্রাথমিকভাবে যায়। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। মোট পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, যেহেতু এটি বৈদ্যুতিক সাব স্টেশন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি। 


তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন রামপুরায় | উলন | পাওয়ার | হাউজে | আগুন